আমায় নামিয়ে দাও;
আর দূরত্ব পার হয়ে কি হবে এই চুপসে থাকা জীবনের?
ঘনকালো মেঘটা কেন ছায়া হয়ে ঢেকে দিয়েছে আমায়,
এই স্বস্তির আড়াল চাইনি।
ফিরিয়ে দাও আমার সে চোখ যাহা দেখতে বেরিয়েছিল রূপকথা,
তোমাতে থেমে যাওয়া স্টেশনে দাড়িয়ে নিচু মুখে ঢোক গিলছি ক্ষুধার!
এ অবনমন আমার নয়,সময়ের।
উল্কাপিণ্ড ঠুয়া মেরে দিয়ে চলে গেল,বেকুব আমি শ্রান্ত পথিক পাগল;
অপেক্ষা নয় প্রতীক্ষা!
জিগার ধরাশায়ী হয়ে ছিটকে গেছে পিচ্ছিল কাঁদায়,
মাখামাখি গায়ে গন্ধ পাও তাই সরে যাও বহুমুখী রাস্তায়।
আমি হাত বাড়াবো না আর,
মরে যাই বিধবা সন্ধ্যায়!
কবরখানা বর্ষা জলে ডুবে গেলে থৈ থৈ জলে তাকিয়ে আমায় ভুলে যেও;
নিশ্চিহ্ন জমি ধুলোজমা এক সকালে ছাইয়ের মত উড়ে চলে যাবো,
আর যান্ত্রিক দুনিয়ায় তোমায় ভুলে যাবো,জ্যান্ত লাশ!
আমায় নামিয়ে দাও;
আর যাবো না নরক পথে।
শুকুরসী,ঢাকা
২৮/৮/২০২০