ধুতরাফুল আমায় চেনো?
চুপসে যাওয়া কাজল মায়া মাখে না।
আলজিভ নড়ে তবে কথা হয়ে ওঠে না সখীর সনে,প্রতিকূল চেহেরায় কপাট পরে, ঝাপ কপাট।
ছিড়ে যা সম্পর্ক থাকে পলিথিনের এককোণে লেপ্টে,পঁচা দুর্গন্ধ হাওয়ায় ভাসে,পদ্ম জলে মরা মাছের লাশ!
গৃহবন্দী মন আর গৃহবধূ ঘোমটা,কি বিষ দংশীলো প্যাঁচারে আমার,রাত হলে জ্বলে না চোখবাতি,
হয়না শিহরণ বয়ে যাওয়া স্রোত নদী।

গন্ধ আসে নাকে সে বিষাদের ছাপ,অস্পষ্ট রং,হাওয়ায় ওড়ে
গলাগলি করে নাকে কান্নারা।
আমি অবাক হয়ে চিৎকার করি,ঢোঙা ভরা পঁচা কষ্ট ডাস্টবিনে ফেলতে গিয়ে নিজের মনে করে ফিরিয়ে আনি হুতাশ আমি!
গড়পড়তা শ্যাওলা পরা শ্মশান ঘাট,মৃত লাশ নামে পুকুরে
গোসলের তোড়জোড়, তোর কি শুদ্ধতা বলে বালাই আছে অসভ্য?
গলাপঁচা হাড়-গোড় চিবিয়ে ফেলো থলের বিড়াল,আমি পয়সা দেব!

হাঁটে হাঁড়ি ভেঙে গেলে নিছক মাসকলাইয়ের ছোলা হয়ে উড়ে যাবে দিগন্তের ওপাড়ে,
কেউ নেই সেথায়,কেউ নেই!








নিরিবিলি, নবীনগর
২০/৯/২০২০