একটা অজস্র কান্নায় জায়নামাজ বিছিয়ে রেখেছে পুরো পৃথিবীটা,
গরজে গরজে উঁচু পাহাড় নিন্মস্রোতে গলন হয়ে গেছে সবটা।
রঙিন জলসাঘর কাপে রমনীর নিতম্ব কোমড়ের ভাজে,
পুরে ছাড়খার মন,নমনীয় কলিজা অশ্ব খুরের তেজে।
হাতি ঢুকে গেল বনের গভীরে,চুপি সিংহের খোলা দ্বার,
এখানে সবাই বিজ্ঞ হাকিম বুঝতে পেরেও,নিলো না ভার।
কাশবনের সাদা মনে নেই কাঁদা কতজন দেখেছি ভবে!
মৃত কফিন সাদা কাপড়ে মুড়ে এসে যাবে দ্বারে যবে।
হালখাতা কর,তোর মনের পাপের হবে কি সেদিন ক্ষমা?
হিসেব রেখেছ টালিখাতায় কি তুমি?কতটুকু করেছ জমা।
তার সিংহাসন উপরে ফেলে কে লাগালো দম্ভের গাছ,
মনের পৃষ্ঠা খুলে রেখো সব তুমি,পরে না যেন ভাজ।
খোদ দলপতি যদি হারিয়ে যায়,প্রজা কি থাকিবে তোর,
নেশা কেট গেল, স্থির জমিন তবু কাটেনি কি তোর ঘোর?
এবার তবে শুদ্ধ উচ্চারণে বলো আল্লাহু আকবার
বুঝে নে এই ধরণীতে তুই শুধু এক আজব যাযাবর।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
৯/৯/২০২০