নিশির সাথে সম্পর্ক সঙ্গপনে, থাকে না অপেক্ষা আর তাহার আগমনে।
আততায়ীর হাতে ধরা পরে গেছে সুখ রাত,ভেস্তে গেছে এ প্রণয়ের অটল বাঁধ।
সময়ে এই তীর হাঙর নিয়েছে গিলে,
জোয়ার আর ভাটার মিলিত সম্পর্ক হয়েছে গড়মিলে।
প্রাপ্তবয়স্ক হওয়া কোন স্বপ্ন ঘোরে,মজুত স্বপ্নটাও স্বপ্ন দেখতে শুরু করে।
মস্তিষ্ক শুকনো গুড়ো হয়ে উড়ে যায়, যাযাবর জীবন পাগলের প্রলাপে আগায়।
অবহেলা অচেতন হয়ে থাকে কোন চক্ষু আড়ালে,
বুঝুক জানুক ঝুলন্ত কভু অসামান্য প্রাপ্তি মগডালে।
আহামরি ব্যয়বাক্য মন কলুষিত করে,গাটে বাঁধা আচলের অবাক সম্পর্ক নড়ে।
নীতিমালা থাকলে হয়তো হতো পাঠোদ্ধার, টিকিয়ে রাখা চেষ্টায় একদা বৈঠক রুদ্ধদ্বার।
লাজুকতা হারালে আতঙ্কগ্রস্ত স্বপ্ন হয় হেয়,
তাবৎ নগ্ন সম্পর্ক বাঁচিয়ে রাখার চেয়ে ইতি টানা শ্রেয়।
সময়ের পাঁচফোড়ন ছড়ায় মুখআপ্যায়ন, চলো করি কিছু অপেক্ষার শব্দচয়ন।
বিষক্রিয়া জলন্ত দ্বীপশিখায় অগ্নিদান ,তদাপি প্রেম সামান্য এ্যাকুরিয়ামে ভাসমান।
জীবন বাঁচে যদি মুখ আর লেজের নাড়াচাড়ায়,
তবে হৃদপিণ্ডের কি দাম বলো বক্সের সাজসজ্জায়।
নিরিবিলি, নবীনগর
৮/১০/২৩