হঠাৎ দেখিলাম পৃথিবীতে উচ্চতর ভালোবাসা বিচ্ছুরণ নিঃসরণ ঘটছে!
প্রশ্ন আসিল, ইহা আবার কি।
সাইন্টিস্ট হতে হবে। না এ সম্ভব নয়। ভালোবাসা এত জটিল ও নয়।
খুঁজিতে লাগিলাম প্রেমের লাগাম টেনে, প্রিয়তমা মুখ কোন বাহারে সাজে!
চিকচিক হাসি তার মুক্তা সদৃশ, বাহিরে নামানো ঝড় ধেয়ে আসে পাহাড়ের ঢলে।
এ দেখিলাম আগমন তাহার বহুরূপী।
দেবীপ্রসাদ ভেঙে অহেতুক,চিবিয়ে নিয়েছে রক্তাক্ত গোলাপ!
এর গন্ধ নেই, সৌন্দর্য ফিকে আলতা।

পৃথিবীর বাহিরে একটা সুরঙ্গ বেয়ে নেমে যাবো অন্য গ্রহে,
ঐ জগৎ কষ্ট পিষে মেরেছে।
কিন্তু অদ্ভুতভাবে এখানে তুমি নেই! কেনো নেই, কেনো নেই চিৎকার।
তুমি নিশ্চুপ!  এই মর্তের বায়ু সুনশান, কানে বাজে মশার গুনগুন,
বিরক্ত সাপ ফোঁস করে দিয়ে গেল ছোবল!
বিষচিৎকার শুনে যেও আমার ছাউনির নিচে।
মরে যায় দু'জন,  অপ্রত্যাশিত পরাজয়।

এই গ্রহে মাটি নেই, শেকড় নেই, নিশ্বাস ও নেই!
তবে বেঁচে থাকা নিরুত্তর পুতুল।
দোকানে দোকানে সাজানো মৃত অবয়ব, শুধুমাত্র অক্ষত চোরা চোখ!
দেখে যায় লালসায়, হিস্যা হয় না চারিত্রিক, সনদ তো গোমড় ফাঁস।
যুগে যুগে খেজুর কাটা পায়ে পুতে এগিয়ে যাও,খেয়াল বিভ্রাট, সহস্র দিন পরে আত্মচিৎকারে খুঁজে নিও, দুঃখ কাঁটা।
সময়ে বেসময়ে এই পৃথিবী টাও কাঁদে।
এগিয়ে দিলাম একবাক্স টিস্যু! ঝর্ণা না বহুক।










টঙ্গী বিসিক
০২/০২/২০২২