এ কেমন দিন!
জানো তুমি? কবিতা।
সেই শেষ দেখায় একবারও বোঝার উপায় রাখো নি, এসব কি চালাকি ছিল নাকি ভণিতা?
কোকিলের বাসায় কাকের ডিম তাঁ দেয়ার মতন,
হিংস্রতা,
বদমায়েশি,
বদনজর
জোচ্চুরি
গালগল্পে যত কেচ্ছা আয়েশী।
সব বাদ দিয়ে আবার সুসময়ের কোকিল মায়া!
আশ্রয় নিয়ে হেঁটে চলে গেছি বহুদূর, ফিরতি পা জোর দেখায় না দু'কদম আয়;
তোমাকে জিজ্ঞাসিত আঁখি ছলছল, কভু অভিযোগ রাখে নি কবিতায়।
আবার নিঃশব্দে লেখা এগিয়েছে, নতুন পাঞ্জাবিতে বৈশাখ, কাশফুল, নবান্নতে সময়ের যাতাকলে চেপে চায়নিজ চিকেন গলধকরণ।
তবু ভর চৈত্রের দুঃসময়ে; স্মৃতি, জাহাজ চেপে এসেছে ঝুপড়ি করে নিতে কুড় দেয়া অতীত বরণ!
অসময়ে গিলে নিও নিজের ছায়া।
আজ তার বাকি থাক একমুুঠ অভিশাপ!
পুণ্য তরুবীথি লতায় জাগুক, ধুয়েমুছে যাক আবেগী পাপ।
নিরিবিলি
১৫/১০/২৩