আজ!
তোমার এখন অনেক টাকা, কিনেছো শত সুখ
আমার আছে বিশাল আকাশ, উড়াই বেড়াই দুঃখ!
আজ না হলে কাল বা তিনে, হারিয়ে ফেলা মন
আমায় আজ চেনে না সে, কে বা আমি কোনজন!
তেতুল গাছের পাতা নড়ে, টুপটুপিয়ে বৃষ্টি পরে
চালচুলো সব উড়ে গ্যাছে, ঝড়টা এসে আমার ঘরে!
হঠাৎ করে মগজ ধুয়ে, করেছি পরিস্কার
আমার আর পথ নেই আজ সামনে আগাবার!
জলের তলে মুখ দেখেছি আয়নায় তোমার
ডুব দিলে আর থাকলো কি, আমি ছাড়া আমার!
জানো তুমি এই শোকে মোর হেঁচকি ওঠে রোজ
কাঁদলে তবু লুকিয়ে রাখি আঁখি, চাইনা তোরই খোঁজ!
মনের পাশে বারান্দাটায় মুটিয়ে গেছে ৯ টার ফুল
কে এসে আজ এলিয়ে দিবে কালো কেশব তাহার চুল!
স্বপ্ন দেখি, জেগে উঠে শেষ, গোলাপ নিবো হাতে
কি হয় এই সময়ে, মুল্লুক মেলাও জাত পাতে!
সামনে দেখি হতাশ মুখো কালো বিড়ালের গোঁফ
ব্যাঘ্র মামা থাবিয়ে গ্যাছে রয়ে গেছে দাগ ছোপ ছোপ!
বেঁচে গেছো বাছা এই মর্মে সাজা,সর্বতমঙ্গলে পূজো ভাগ্য
উচিত তবে কি হাঁটু মুড়ে কুর্নিশের ঢঙে করি কিছু যজ্ঞ!
তাতেই বা কি মিলবে নাকি শরৎকালের মাস্তি
চেয়েই নিলাম নিজের কাছে নিজেই নিজের শাস্তি!
মহাপাপ! মহাপাপ!! উড়িয়ে দিছি কানের নিচে ফুটো
একি হাল স্বপ্নের আজ, দেখছি কি; হয় কি রিয়েল দু'টো!
অমাবশ্যা কেটে গিয়েছে, আজ পূর্নিমা তোর ছাদে
মজার কথা শুনবি বাবুই, বৃষ্টি নয় আকাশটাও কাঁদে!
নিশীথ রাতে গল্প কথার স্বপ্ন গেলো কই
লালসালুতে শাপলা টকাই নৌকায় পরাই ছই
বউ সাজেতে ঘোমটা মুখের চাঁদ করি সওদা
ভালোবাসা নতুন করে হয় নাকি পয়দা!
দেখলাম সব কাণ্ডকীর্তি এই যুগেই বসবাস
সময়ের ফোড়; মানুষের মন করো না উপহাস!
মহাদেব গুরু নসিহতে সব করেছেন খোলাসা
কবি বলছেন,এ যুগের প্রেমের হয়েছে আমাশা!
যাযাবর মন ঘুরে ফিরে এসে যায় কোনদিক
টিপ্পনি কেটে সমাজ দিয়েছে চুনকালি মেখে ধিক!
স্বপ্ন ছেড়া ঘুড়িটা আজ উড়াল দিল দিক না চেনা অজানায়
এ দরজা তব ছাড়েনি আশা,দিন কাটুক যতই হতাশায়!
আজ! আজ!! আজকাল তব ছুটে চলে মন বেহুলায়
প্রেম একমাত্র সংক্রামক ব্যধি না চাইতেই ছড়ায়!
দোসাইদ
৭/১১/২০২১