তরল প্রেম প্রতারণার ঘুর্নিপাকে জলীয়বাষ্প হয়ে রংধনুর সাথে মিশেছে,
বায়বীয় মাধ্যমে সামান্য কিছু আটকে আছে, এতটুকুই পবিত্র।
রংধনুটা পুরোপুরি মিথ্যে অবাস্তব কল্পনা যাহার সৃষ্টি প্রতারণায়,
কাব্যিকতা প্রতারক হতে পারে নি বলে, সাতটা রঙ ছড়ায় নি,নিশ্বাস নেয়া অক্সিজেনে;
তুমি এটা নাও,আর তুমি বাঁচাও সবুজ পাতাদের।
বিবেক নিষ্প্রাণ করে দিতে কুণ্ঠাবোধ করলে না তুমি,
অস্তিত্ব বিলীনের নামে মিছিলে গুলিবর্ষণের অধিকার দিয়ে দিলে,
মিছিলে শামিল যে একজনই ছিলো!
ঘাপটি মারা প্রতিপক্ষ খুশিতেই কেড়ে নিলো তোমার সম্মতিস্থ শেষ প্রেম,
শেষ ঠাঁই টুকু পায়নি প্রেম, অকালে পরে রইলো প্রেমিকার মনের রাজপথে।
আবেগ বলে ছুয়ে দেখার স্বাদ রঙের তুলিতে না একে পরিস্কারভাবে ধরিয়ে দিলে কবিকে,
দশটাকার ধোঁয়াফুকো সুখ!
প্রেম তুমি নিকোটিন আর দু'প্যাক ভোতকা,
অভ্যস্ততা এখনো রঙিন ঢেউটিন হয়ে ওঠে নি।
তবে মস্তিষ্ক তোমায় মেনে নিয়েছে,
পেটানো অনুভূতির ছাড়া ছাড়া কান্না যদি বৃষ্টি না হতো তবে জলোচ্ছ্বাস দীর্ঘ হতে পারতো,
এ যাত্রা থেমে যাবে, নিকট ভবিষ্যৎ
ভুলে যেতে চাই নতুন সূর্যতাপে সমস্ত ক্ষয়িষ্ণু অতীত।
ম্যানগ্রোভ আমাজনে সবুজ যে মুখোমুখি হয় মায়াহীন তাপদাহো আগুনের,
তোমাকে একটা আমাজন দিয়ে দিলাম,
পোড়াও,কয়লা করো,ধোঁয়া উড়াও,শান্তি পাও!
আহত হওয়া অক্সিজেনেই কবি পরবর্তী সকাল দেখতে চায়।
নিরিবিলি, নবীনগর
২৫-৬-২০২০