ক্যামেরার লেন্সে কখনো যদি রাত নামে তবে তা মুগ্ধকারী ফটোগ্রাফারের সুনিপুণ কারুকাজ বলা যায়!
একটা প্রেম কে অমরত্ব দিতে তোমার ব্যস্ততায় ফেলে দিলাম জীবনের শেষ আয়ু,
মাদাগাস্কারের শেষ সিম্বল পাতাহীন গাছগুলো আর কতকাল মডেল হয়ে রবে তাহা পূর্ণতা পাওয়া প্রেম হয়তো জানবে।
অবশেষটুকু ঝিনুকের বুকে লুকিয়ে থাকা মুক্তাটি!
পৃথিবীর ঘুরন্ত চাকায় পিষ্ট ঘুরপাকে প্রেম স্থির হয় না, সেখানে চলন্ত গাড়িতে মাথা ঘুরিয়ে বমি করা মেয়েটা!
আর কতকাল রবে।
বুঝতে হবে তার অভ্যাস হয়ে গেছে একাকিত্বে, গুরুত্বহীন আবদার ভাগাড়ে খুঁজে পেলো অবশেষে,
সিটি কর্পোরেশনের নিন্মশ্রেণির একদল লোক।
তাহাদের ভঙিমা দেখার সুযোগ হয় নি, আর প্রেম তো অভিশপ্ত রাতে বন্যায় ভেসে গেছে!
থমাস এডিসনের বাল্ব রহস্য ভুতুড়ে হয়ে গেছে নতুনত্বে
ফিরে দেখো চেষ্টাটুকুন জলের তলে ঘুমায় কেমনে!
যতই মাখামাখি করো আলোটুকু তো তারই প্রণাম করে।
তুমি মিলিয়ো না যেন, কূপির বাতি,জোনাক পোকার সমাহার আর মোবাইল স্ক্রিনে জ্বলে ওঠা ভ্রাম্যমাণ আলো,
এসব ক্ষাণিক সময়ে মরে যায়,বেঁচে থাকে এক বুকে সহস্র তাঁরা!
এরা প্রেমে গাঁটছড়া বাঁধে।
এই নিমিত্তে জ্বলে ওঠা আলোটাও শুধু আক্রশে বাঁচে তোমায় ছাড়া।
একবার গ্রিস থেকে একটু টুকরো বরফে ভালোবাসা উড়ে এলো হাইওয়ে রোডে,
প্রচন্ড গরম অতঃপর বৃষ্টিতে ক্ষনিকেই শেষ এই চেষ্টা!
জমিয়ে রাখতে গিয়ে হুশ হলো, ফ্রিজিং ব্যবস্থায় ভীষণ ঘাটতি ছিলো,
এখন শীল কুড়িয়ে বাঁচতে শিখতে হবে!
ট্যাপা আম দেখেছো? পড়ন্ত শীলে কালো হয়ে যাওয়া পিঠ,
কত অত্যাচার সয়ে, শেষে বাতিল বাকেটে নিদ্রা যায়।
ভাগ্য নিয়মে থাকলে,একটা জীবন হয়তো আবার উঠে দাঁড়ায়;
প্রকৃতিরঞ্জন মেঠো পথে থুবড়ে পড়া দাঁতগুলো তবুও হাসে।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
১৪/৭/২০২০