৩০ বসন্ত শ্যাষে,
আইজ উপলব্ধি করতাছি, এই দুনিয়াখান দেখবার আইসা,
আমি কিরাম জানি ভুল কইরা গ্যাছি ফাইসা!

না না, আবার ভুল না এইডা, আমারে তো তিনি দিয়াছেন চর্ম,চক্ষু,জবান;
ভালো কিছুর লাইগাই পাঠাইছেন রহমান।


আরেকখান উপলব্ধি আমারে মনের মইধ্যে মারে,
বয়স হইতে হইতে কখন যে রূহখানা দেহ ছাইড়া উড়াল দেবার পারে!

যায় যাক দেহখানা হইয়া নিথর,
কবুল করেন দয়াময়, মোর রূহখানা ছোঁয় যেন জান্নাতের পাথর।





রেডিসন
২০/৩/২৪