রক্তের প্রতি সুবিচার করা না হলে
রক্তক্ষরন কখনো বন্ধ হয় না

সময়ের সাথে অবিচার করা হলে
ধ্বংস কখনো রুখা যায় না

জ্ঞানের সেবা না হলে
উন্নয়ন ভাবা যায় না
শক্তির অসদ্ব্যাবহার হলে
বিপর্যয় কখনো ঠেকানো যায় না
নীতি নৈতিকতা না থাকলে
পতন আর বাকি থাকে না
সততা আস্থা না থাকলে
জীবনে কখনো সুখ আসেনা
মূল্যবোধ না থাকলে মনুষত্ত্ব বেচে থাকেনা
মানবতাও টিকে থাকেনা।
সঠিক প্রেমের বোধ না হলে
জীবন ছন্দে মজা থাকেনা
জগৎ্ জীবের স্বরূপ না বোঝলে
বেচে থাকার মানে থাকে না

হয়ত এর অনেক কিছু হচ্ছেনা
তবু জীবন থেমে থাকছেনা।