স্তব্ধতা আমায় পেয়ে বসেছে ...
ভয় নাকি হতাশা, কে জানে?
একটা প্রলয়ংকরী হুংকার প্রয়োজন।
না হলে বিধাতার শাপ অনিবার্য।
কুঁকড়ে মুকড়ে মরতে হবে রোজ
......
ওরে করো কিসের প্রলাপ
হুংকারেও আটাইছি সাইলেন্সারের প্রলেপ
হা হুতাশও বারণ।
......একদিন
এই বারণই বানাবে আত্ম নাশের কারণ...
বেহুশ জ্ঞানে আর করবে কত আস্ফালন???
......
অনেক হলো ভাণ বিনয় অভিনয়
কাজ ফেলে আলাপ বিলাপ আর নয়
নিজের কাজে মন দাও ।।