যাবো বাড়ি...
দেখিতে
মায়ের হাসি সিক্ত তৃপ্ত বদনখানি..
নিলাম এক পাইলাম দুই
সমন্বয়ে ত্রিদিবসের অবকাশ কাল
ভাবিলাম কাটিবে সুখে আয়েশে ভারি
কিন্তু একি হায়,,
ঘাটে ঘাটে দিবস যায়
যান্ত্রিক বাহন যেন না আগায়...
অধম অযান্ত্রিক না'য়ের গতি
অবকাশ আয়েশ জলাঞ্জলি।।
ফিরতে হবে না মিটিয়ে দুখ,,,
রাস্তায় রাস্তায় চুকে গেলো অবকাশ সুখ..
হাসি মাখানোর আগেই মলিন মায়ের মুখ
হায়রে কপাল!! হায়রে জ্যাম জট!!!
...
প্রথম দিবস, মে মাস, দুই হাজার আঠারো সাল...