তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিলেই বুঝি এদেশ ধ্বসে যাবে
ভেবেছিল পাক হানাদার।
আত্ম চিৎকারে ধুলি কনায় মিশে যাওয়া
তোমাদের দেহ কনাও যে রুখে দিতে পারে তাবৎ দুনিয়া
বুঝেনি তাদের উপর ভর করা শয়তানী প্রেতাত্মা।
জলে স্থলে মিলিয়ে যাওয়া
তোমাদের রক্ত কনাও যে ক্ষনিক কালের ব্যবধানে জ্বলে উঠবে
জাগিয়ে চির তরুণ গৌরবের বাংলাদেশ
বুঝেনি পিশাচের দল।
তোমাদের থেঁতলে দেয়া দগ্ধ মাংস পিণ্ডও উড্ডয়ন করবে শির
হবে চেতনার বাতিঘর ভাবেনি অথর্ব বর্বরের দল।
হে মহান শহীদ বুদ্ধিজীবী
তোমাদের শোক এখনও আমাদের শক্তি
তোমাদের লেখনি আজো ছড়ায় দ্যুতি
এভাবেই বিপ্লবী বাঙলার বাতিঘর হয়ে আছে
সকল মহান শহীদ বুদ্ধিজীবী