স্বপ্নগুলো অনেকটা তৃণলতার মতো
একসাথে লতানো
মনে হয় সাজানো
কিন্তু একেকটা আলাদা
মিলেঝুলে প্যাচানো।
কোনটা ঝলমলে উঠে উর্ধ্ব পানে
দুরন্তের মতো ছুটে
আবার কোথায় যেন ডুবে,
যেন লুকাচুরি খেলে।
কোনটা মখমলের মত
ইষৎ পরশ বুলিয়ে হৃদয়ে গেঁথে
একগুঁয়ে মনের দিক বদলায় ।
কোনটা মায়ার ছলে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে
ভাসিয়ে বেড়ায় নানা বাকে।
কোনটা শুধরায়।
কোনটা বক্রায়।
কোনটা গল্প বুনায়
কোনটা গল্প বনে
কোনটা শূন্যে চরে আকাশ ভাঙ্গে।
কোনটা জীবন চালায় রক্ত রূপে ।
কোনটা সত্য হয়ে জগৎ জাগায়।
কোনটা শক্তি যোগায় বিশ্ব জয়ের।
কোনটা জন্ম দেয় নতুন কল্পে আরেক স্বপ্নের ।
তবে সব স্বপ্নই মৃত্যু ভুলায়, বাচতে শিখায়।
যার স্বপ্ন ফুরায় সে তো সব হারায়।
তাই, চলো নির্বিঘ্নে মাতি স্বপ্ন দেখায়।