চাঁদ মানে জ্যোৎস্না ভরা মায়াবী মুর্ছনা,
চাঁদ মানে সহস্র আবেগের ছুটাছুটি,
চাঁদ মানে কত শত নির্বোধ প্রেমের উম্মাদনা
চাঁদ মানে হেয়ালী জীবনের স্বাদ,
চাঁদ মানে আমাবশ্যার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ
চাঁদ মানে কুচক্রিদের নাভিশ্বাস,
চাঁদ মানে গোলাপি ঠোটের আশ্বাস
চাঁদ মানে উত্তাল জীবনের পোতাশ্রয়্
চাদ মানে মায়ার চাদরে আশ্রয়
চাদ মানে শিশুচক্ষে ঘুম চাওয়া বিনয়
চাঁদ মানে স্বপ্নাতুর শৈশবের স্বরণ
চাঁদ মানে অজস্র কাব্যের উদ্গিরণ
চাঁদ মানে ছান্দিক সুরের অনুরুনন
চাঁদ মানে সূর্যক্রুধের বিনম্র ক্ষতিপূরণ
চাঁদ মানে স্নেহ মমতার বিতরন
চাঁদ মানে বিরহ যন্ত্রনার মলম,
চাঁদ মানে মনে মনে আমরা সবাই গরম,
কেবল চাঁদনীবুড়িই পায় যত শরম