বৃষ্টিস্নান,
এখন আর মনোরঞ্জনানুভূতি দেয়না....
মনে আনন্দের স্ফুরণ ঘটায়না....
সুখ মূর্ছনায় মন ডোবায় না
রিমি ঝিমি সুর বাজেনা

বরং
মরন ভয়ের জোগান দেয়...  
জীবন্ত ঝলসানোর উপলক্ষণ আনে।
আতংক শংকার বজ্রমেঘ গর্জন
দিবানিশি কাপুনি ছড়ায়.....

বারি-বিজলির অভিসারে
ঠ্যাটায় ঠ্যাটায় প্রান ঝরে...

সর্বনাশা ঠ্যাটার টি টুয়েন্টি  ম্যাচে...হায়!
বৃষ্টি ভেজার সখ ঘোচে যায়!!
...(
১০ই মে, ২০১৮)
...বিঃদ্রঃ
#গত কয়েক বছরে অস্বাভাবিক হারে ঘন ঘন বজ্রপাতে পুরো বাংলায় কয়েক শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে...
সুতরাং
#সাম্প্রতিক বৃষ্টির ঠ্যাটামি ন্যাকামি
#ভিজতে গিয়ে করোনা বোকামী