তবুও বাইতে হবে তরী,
এই ভাঙ্গা বৈঠাই ধরি ।
উজান-ভাটির স্রোতে,
অচেনা পথে,
দিতে হবে পাড়ি ।
তবুও ধরতে হবে অজানা হাত,
ফুরালে কালো রাত ।
নতুন প্রভাতের মায়ায়,
রাঙ্গাতে হবে হ্নদয় ।
তবুও ভুলে যেতে হবে না পাওয়ার কথা,
যত-শত ব্যাথা,
অন্তরের আকুলতা ।
লিখতে হবে নতুন কোনো গান,
গাইতে হবে সহসা,
মনের অজান্তেই
অনুরাগে কিংবা বিরাগে,
অভিনব সূরের মুর্ছনায় ।
তবুও ভালোবাসতে হবে ফুল, পাখি, আকাশ
উজাড় করে বেদনার দীর্ঘশ্বাস ।
ওড়াতে হবে স্বপ্নের রঙ্গিন ঘুড়ি,
নাটাইয়ের সবটুকু সুতো ছাড়ি
সীমানা পেরিয়ে বহুদুর ।
তবুও বেঁচে থাকতে হবে জীবনের পানে চেয়ে
কিছু পেয়ে নাহয় কিছু হারিয়ে,
তবুও ভালোবাসতে হবে
মানুষের পরেও মানুষকেই ।।