ক্ষুদ্রতার কাছে আমি জলাঞ্জলি দিয়েছি ;
মনের অব্যক্ত আবেগকে।
তুচ্ছ করেছি হ্নদয়ের গহীনে জেগে ওঠা
অযাচিত সুপ্ত কষ্টকে।
শরীরের ঘাম ভেবে খুব সহসাই মুছে নিয়েছি
দু'চোখের নীরব অশ্রুকে।
হয়তো বেদনার নিস্তব্ধ রজনী কাটিয়ে,
ঝলমলে রৌদ্র সিক্ত একটি সকাল দেখার আশায়।
কিন্তু কালো মেঘের ছায়ায় যে, সমস্ত সকাল মলিন।
শুধু চারিপাশ ছেয়ে গেছে অজানা বিরহের বীন ;
জানি, সবুজ ঘাসের পাতায়
জমে থাকা সকালের শিশিরকে,
ঝরে যেতে হবে সূর্য উদয়ের পরেই
অপ্রাপ্তির চরম বিষাদ নিয়ে।
পুষ্প পত্রগুলোকেও ঝরে যেতে হবে অকালেই,
দীর্ঘ সময় না থাকার তিক্তমেয় আক্ষেপ নিয়ে!
আর জানি, আমাকেও চলে যেতে হবে,
অনেক কিছু পাওয়ার মাঝেও
না পাওয়ার পরম নি:স্বতা নিয়ে ।।