ফিরে এসো তবো আজ সত্যের পথে,
একাগ্রচিত্তে নির্ভীক শপথে
নিজেকে করো শ্রেয় ।
পুণ্যের রথে করিয়া গমন,
আনিয়া লও যত প্রেয় ।
তিমিরের বুকে জ্বালাও তুমি আলোর দীপ্ত মশাল
এলাহির বাণী ছড়িয়া পড়ুক তামাম আকাশ-পাতাল।
ভেঙ্গে ফেলো মনের পাষাণ বেদি ;
মিথ্যে, পুরান, জীর্ণ, আদি
প্রাচীর ভেদি
খবিশ ক্ষপা,
দূর করে দাও অকপটে ।
হৃদয় তটে,
ভেড়াও তরী, হয়ে নিছক দ্বীন ভিখারি ;
তুলে লয়ে সব আনাড়ি,
দেখাও মুক্তির পথ ।।