তোমারে দেখিয়া হে মোর প্রিয়,
           হ্নদয়ে জাগিলো জোয়ার
         প্রেমের কণা বিঁধিলো বুকে,
       নিশি যে কাটেনা আর!
কেন তুমি ভাবছো মোরে ক্ষনিকের শিশির বিন্দু?
    তোমারি মোহে হ্নদয়ে গড়েছি,
          ভালোবাসার সপ্ত সিন্ধু।
  কত যে রজনী, কেটেছে সজনী
            তোমারি কথা ভাবি!
  এমন দুটি চোখ দেখিনিকো আগে,
           হরিণীর মতো মায়াবী!
   তোমার মাঝে প্রিয়, কী যেন আছে!
        দেখেনি যা কেহ আগে,
   তোমারি বিরহে ব্যথিত আমি
        নিজেকে শূন্য লাগে।
হে প্রিয়তমা, কাহার তরে গুনছো প্রহর?
         নীরব কেন রও?
     যে জন তোমায় বাসে ভালো,
     কেন তাহারে আপন করিয়া না লও!