''আত্বকেন্দ্রীক''
                               মশিউর রহমান
          আমি বিরহের গান গাই,
                       দুঃখ বলিতে মোর জীবনে কিছু নাই ।
         আমি সেই বিরহে ব্যাথিত,
                       যাহা হ্নদয়ের সুপ্ত ক্রন্দন হতে উদীত ।
         নিশীতের নির্জন নিস্তব্ধতায়,
                  যাহা অন্তরের কপাটে করাঘাত নাড়ায় ।
         আমি এ ধরায় না পাওয়ার কষ্টে নহে ক্লেষ্ট ,
        নহে বিবর্ণ, বিকুন্ঠ- ''কেন হলেম না আমি শ্রেষ্ট ?"
               অতৃপ্ত ও অনর্থক মনে হয় এ জীবন,
         যখন নিজেকে খুঁজে পাই আর দশ জনের মতই
                       একান্ত  আত্বকেন্দ্রীক ।
               তখন সহসাই প্রশ্ন  জাগে মনে,
                          মানুষ হয়ে এসে-
              কী করিলাম ধরায়, মানুষের তরে ?
                         আত্বসুখেই রহিনু মত্ত,
            জ্বালানু বাতি শুধু নিজের ঘরে ।