আজকাল জীবনটাকে বড় বেশি অর্থহীন মনে হয়,
ক্ষিপ্ত কাল বৈশাখি ঝড়ের মতো -
বহমান এ সময়,
কখন যে কাকে কোথায় উড়িয়ে নিয়ে যায়
তা বলতে পারাটা একেবারেই দু:সাধ্য !
জীবন আসলে আমাদের কাছে কী চায় ?
জীবনকে সুন্দর করার এ অতিরঞ্জিত প্রচেষ্টা আজ জীবনকে করেছে অতিশয় নোংরা ও কুৎসিত !
৷ কী লাভ ক্ষু্দ্র এ জীবনকে
চরম আকাঙ্খার খাঁচায় বন্দি করে ?
তার চেয়ে বরং তাকে উড়িয়ে দাও মুক্ত আকাশে ।
আকাশের অসীম সীমানায়
হতাশা আর হীনমন্যতার গ্লানি ঘুচিয়ে
সঁতোকাটা ঘুড়ির মতো
উডুক সে পরমানন্দে ।।