ক্লেশিত হিমের অন্তে,
কোনো এক বসন্তে
হয়তো আবারো গাহিবে পাখি গান ।
শুনিয়া সুর, ছাড়িয়া বিধুর
হৃষ্ট পীড়িত পরান ।
হয়তো আবারো মর্ম মলয়ে ফুটিবে কেতন ফুল,
মনোরমা বালিকা চিত্ত প্রয়াসে,
ছড়াবে অসিত চুল ।
হ্নদয় গাঙ্গে আসিবে জোয়ার,
ভাসিবে মানস ভেলা
বিষাদের খেদ মুছিয়া দিয়া,
উঠিবে উমেদ বেলা ।
হয়তো আবারো কোনো এক বসন্তে,
স্বরিত হবে নিষ্পেষিত প্রাণের আকুতি
আন্তরীক্ষে অনিরুদ্ধ বিলয়ের শ্রুতি !
অপ্রি অভিরামের আমর্শে,
মুখরিত হবে পুলকিত পুষ্পের প্রাণ ।
হয়তো আবারো কোনো এক বসন্তে,
কালের অনন্তে
কাঁদিবে কুহু- কেকা,
হারিয়ে প্রিতম হয়ে নিরুপম
অচিরেই অমত্ত একা !
হয়তো আবারো কোনো এক বসন্তে,
মনের অজান্তে
ভুলিয়া অতীত কহন,
হরেক হেলায়, অদৃষ্ট মায়ায়
রচিত হবে দহন ।
নি:সঙ্গ সময়ের অন্তিম প্রান্তে !
জীবনের পড়ন্ত বিকেলে
হয়তো আবারো,
কোনো এক বসন্তে ।।