দীপ নিভিয়া গেলে,
শুধুই অমানিশা, ঘোর অমানিশা !
মিলবে না কভু আর আলোর দেখা;
নি:সঙ্গ, নিস্তব্ধ, নির্জন একা!
অনন্ত-অসীম মহাকালের যাত্রায়,
দিতে হবে পাড়ি ।
দীর্ঘতর ত্রক ক্লান্ত শূন্য নি:শ্বাস ছাড়ি,
নিতে হবে প্রস্থান ।
নিয়ে হৃদয়ের অপূ্র্ণ শূন্য স্থান,
হারিয়ে যেতে হবে সহসাই
সৃষ্টির চিরন্তন নিয়মে-
সময়ে কিংবা অসময়ে
শুষ্ক তরু পত্রের ন্যায়,
অদৃশ্য নীরবতায়
কোনো ত্রক দিন-
ঝরিয়া পড়িবে হৃদয় স্পন্দন ।