নশ্বর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,
এক অনন্ত অবিনশ্বর ধরায় ।
তবুও কিসের এতো পার্থিব উন্মাদনা ?
জাগতিক ভোগ-বিলাস,
আর অসার দাম্ভিকতা ?
কেন এ নশ্বর পৃথিবীর মোহে,
স্বীয় সত্তাকে করেছি অবরুদ্ধ-
সংকীর্ণ চিত্ততার এক অবারিত কারাগারে?
যে পার্থিব প্রলোভন ও বৈষয়িক অভিলাষের  অমেধ্য অমানিশা,
এই উন্মুক্ত কারাগার প্রাচীরকে করেছে আরো  অতিশয় প্রবল, বিবর্ণ ও নৃশংস।
এ নশ্বর পৃথিবীর প্রতি আকুল  ব্যগ্রতা -
অন্তর্দৃষ্টিকে করেছে অন্ধ,  স্বীয় উপলব্ধিকে করেছে  অচেতন ও  অজ্ঞেয়।
কেবল অবিনশ্বর স্রষ্টার প্রতি অনাবিল ও অশেষ  প্রেমই
পারে,
ঠুনকো মানবকে এ নশ্বর পৃথিবীর-
জাগতিক আকাঙ্ক্ষার বিষাদময় কারাগার থেকে মুক্তি দিতে ।।