তোমাকে পাওয়ার নেশায় আজ বড় ভীষণ ভাবে আসক্ত আমি,
যে নেশার কাছে পৃথিবীর সব অ্যালকোহল নগণ্য ও তুচ্ছ।
কত নির্ঘুম রজনী করেছি অতিক্রান্ত,
কত ভয়, কত সংশয় আর কত দ্বিধাকে পেছনে ফেলে, ছুটে চলেছি তোমার দিকে দুর্বার গতিতে।
হ্নদয়ের বেদিতে মনের অজান্তেই আসীন করেছি তোমায় সহসাই।
ঐ রূপের মহিমাতে,
খুঁজে পেয়েছি বিধাতার সৃষ্টির এক অপার বিস্ময়!
তোমাকে পাওয়ার নেশায়, উত্তপ্ত মরু সাহারার বুকেও কাটিয়ে দিতে পারি সহস্র হাজার বছর।
অনায়াসে শতবার পাড়ি দিবো ডোভার প্রণালী কিংবা ইংলিশ চ্যানেল।
কিংবা অতি সহজেই জয় করে নিবো সুউচ্চ হিমালয় চূড়া।
তোমাকে পাওয়ার নেশায়, সূচনা করতে পারি পৃথিবীর তৃতীয় মহাপ্রলয়ের,
ধংস করে দিতে পারি তাবৎ নগর,শহর,বন্দর ও লোকালয়।
পৃথিবীর বুকে একে একে ছুড়ে দিতে পারি হাইপারসনিক মিসাইল।
তোমাকে পাওয়ার নেশায়, সুপ্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের বুকেও জাগাতে পারি তপ্ত লাভার জোয়ার।
মঙ্গল ও চাঁদের বুকে এনে দিতে পারি সুপেয় পানির সন্ধান।
তোমাকে পাওয়ার নেশায়, তাজমহল কিংবা পিরামিডের মতো গড়ে দিতে পারি পৃথিবীর অষ্টম আশ্চর্য।
যদিও তোমার রূপের সৃজনে,
পৃথিবীর সব আশ্চর্যই অর্থহীন।