স্বৈরনায়ক গৌড়গোবিন্দের অত্যাচারে যখন মানুষ কাঁদত দিবানিশি,
আর্ভিভাব ঘটল বাংলায় যুগসংস্কারক হজরত শাহ্‌জালাল পূর্ণ শশী ।

অদৃশ্য প্রেমে বাংলার পথে সেই যাত্রা শুরু জন্মভূমি সুদূর ইয়েমেন হতে,
কত বুজুর্গ ত্যাগী ধ্যানী আশ্রয় নিলো তার ধর্মদূর্গে শাশ্বত প্রশান্তি পেতে ।

সুরমাঘাটের সব খেয়া উঠিয়ে নেয়া হলো বিঘ্ন করতে শাহ্‌জালালের যাত্রাপথ,
নুহ্‌নৌকার মতই পারাপার জায়নামাজে চড়ে যার প্রতিকূলতায় বিশ্বাসী শপথ ।

সংগ্রাম কর্মে শাহপরান নাসিরুদ্দিনসহ অনেকে ছিল তার সংঘের প্রাণপুরুষ,
গৌড়গোবিন্দের যুদ্ধজাদু নিথর হয়ে জালালী আজানে তার মহল যেন তুষ।

শ্রীহট্টজয়ী শাহ্‌জালালের শাসনে এদেশ পেয়েছে শান্তির ঐ অসাম্রদায়িকতা,
তার মরমি কর্ম কীর্তনে মোহিত সকল ধর্মের সকল মানুষসহ ইবনে বতুতা ।
http://www.deshbarta24news.com/2014/06/mujahid-news.html#.U5BTQ3a-bDc