বর্ণিল পৃথিবীর বাহিরে চাকচিক্য থাকলেও

ভেতরে টগবগ করে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা ।

ক্ষুদ্র  চুক্ষে শেষ করা যায় না যে সমুদ্রের সীমানা

সেও চিরবিরহী উত্তাল অশান্ত তার মন ।

রুপালী চন্দ্র এত মাধুর্য্যপূর্ন হলেও

সে নিঃস্ব সর্বহারা আলোর আঙাল ।

আমি সেই স্থির গ্রহরাজ সন্ধানী যে কেন্দ্রবিন্দু

হ্যাঁ পেয়েছি  বৈচিত্র্যতা ! কিন্ত আমি কেন অস্তির ?

http://alltimenews.com/details.php?id=7306/2014/03/13/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%20%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE