০১।।পরমছবি
সোনার পটে কাগজের ফুল,
মাটির ফুল সবুজ পাতায় ঢাকা।
হৃদয় মাঝে আমিত্বের লেবাস,
পরমছবি আকাঙ্ক্ষার অন্তরালে আঁকা।।
০২।।পরম হাত
সাঁতার না শিখে যদি কেউ সমুদ্রে নিক্ষিপ্ত হয়,
অবশেষে দেখা গেল মৃত্যু তার নিয়তি নয়।
প্রকৃতি যদি কাউকে গড়তে চায় আপন সৃজন মনে,
মহাবিশ্বের কেন্দ্র হতে গতির ছিটা আসে তার শানে।
পৃথিবী বিক্ষিপ্ত সেই সঙ্গে মানুষও কিছু সাথে,
আলোক ঠিকানা প্রাপ্ত তারা যাদের হাত পরম হাতে। -
See more at: http://dhakareport24.com/kanthosshor/2014/03/23/17777#sthash.eTerTrYF.dpuf