ভালবাসি তোমায় আমি বেশি,
হতে পারে কারন তোমার-
মিষ্টি মুখের হাঁসি।

পাগল আমি শুধুই তোমার জন্য,
একটি পলক না দেখিলে-
হৃদয় হয় সুখ শুন্য।

বিধাতা তোমায় দিয়েছে মধুর স্বর,
যা হোক প্রিয় কভু কখনো-
হইও না আমার পর।

তুমি চন্দ্র আমি মাত্র ছায়া,
চলেনা একটি দিন-
প্রিয় তোমায় ছাড়া।

আমার ভালবাসার সব আবদার রেখে,
যতোদিন থাকে দেহে প্রাণ-
থেকো তুমি সাথে।