ডানা মেলে উড়ে পাখি
মস্ত আকাশ জুড়ে,
তোর বিরহে বন্ধু আমার
হৃদয় যায়রে পুরে।

শূণ্য বুকে শান্তি ছিলো
ছিলাম অনেক সুখে,
মিষ্টি প্রেমের মায়া দিয়ে
ভাসিয়ে দিলি দুখে।

ছটপট করি তোমায় ভেবে
একবার দাও দেখা,
জানি তোমায় আর পাবোনা-
থাকতে হবে একা।