মেঘলা দিনে তোমায় মনে পরে
বসে আছি একলা!
অন্ধকার এক ঘরে।

মোহ মায়া যাচ্ছে আরো বেড়ে
আসবে কি আজ,
তুমি নতুন করে।

মদিরা পানের তীব্র মাতাল ঘোরে
সব ভুলেছি প্রিয়া-
শুধু তোমায় বিনে।

এসো-আলোকিত করতে আমার আলয়
তব দর্শনে থামুক-
হৃদয় প্রলয়।