রাত্রি বেলা সেদিন আমি
লেখতে যখন বসি,
হঠাৎ আমার কানে এলো
শব্দ-চাপা হাঁসি।

উপর থেকে নিচ তলাতে
চেয়ে দেখি ভাই,
কারেন্ট গেছে অন্ধকারে
দুজন দেখা যায়।

ব্যস্থ তাঁরা প্রেমের নেশায়
কেউ দেখেনা চেয়ে,
উপর থেকে আমি একাই
দেখলাম শুধু চেয়ে।

তারপরে ঐ গলি দিয়ে
ঢুকলো দুজন লোক,
সরাসরি পরলো ধরা
অবাক হলো চোখ।

শুরু হলো চেঁচামেচি
আসলো কত লোক,
পরামর্শ হলো শেষে
এবার বিয়ে হোক।

আজকে আমি খবর নিলাম
আছে দুজন সুখে,
সব প্রেমের তো হয়না এমন
মাথায় রাখতে হবে।

প্রেম করা ভাই নয়তো মন্দ
কিন্তু সাবধান ছাড়া,
প্রেম করিলে আজ সুখি কাল-
হবেই মাথা ন্যাড়া।