আজ কাল আর লাগেনা ভালো
তোমার কথা গুলো,
জানিনা কেন আজব কারনে
এই মন হারালো।

তোমার হাঁসি লাগেনা ভালো
ভাবিনা তোমায় নির্জনে,
একা থাকতেই ভালো লাগে
লকডাউন চলছে মনে।

ভেতরটা আজ যাচ্ছে পুরে
হলে অন্যের তুমি,
নিজের কাছে পাত্তা পেতে
অভিনয় করি আমি।