যাচ্ছে হরি রাস্তা দিয়ে
দেখলো পথের মাঝে,
দশটা টাকা পড়ে আছে
রাস্তার ছোট্র গর্তে।
এদিক সেদিক চেয়ে হরি
টাকার উপর বসে,
কিছু সময় পরে নিলো
টাকা হাতে তুলে।
খুশি মনে নেচে নেচে
যাচ্ছে বাড়ির দিকে,
হোছট খেয়ে পরে গেলো
ছিঁড়লো টাকা তাতে।
কষ্ট পেয়ে গালি দিলো
রাস্তার ঐ মাটিকে,
বকতে বকতে যাচ্ছে হরি
নিজের বাড়ির দিকে।
এই পৃথিবী ঠিক তেমনি
আসছি খালি হাতে,
কত মায়া কত খেলা
যাবেনা কিছু সাথে।