রাত্রী এখন মধ্য
ঘুম আসেনি অদ্য!
চতুর্দিকে দুষ্ট মশা-
বাজাচ্ছে আজ বাদ্য।

ছোট আমার ঘরে
জায়গা নিলো করে
আমিই যেনো আগন্তুক আজ
মাথা ভোঁভোঁ করে।

মশারি টানিয়ে
নিতে হলো ভয়ে
কে জানে ভাই,ডেঙ্গু নিয়ে
কোন মশাটা ঘুরে!