চিনি বিবি তুমি হলে
এই সংসারের গুরু,
তোমার থেকেই প্রথম হলো
জীবন ধারা শুরু।

শত কষ্ট বুকে চেপে
হাঁসি রাখো মুখে,
পানের রঙে মুখ লাল করে-
আরালে কাঁদ দুখে।

চারটি ছেলে তিনটি মেয়ে!
কত বড় ঘর,
সবাই আছে তবু যেনো
সবাই তোমার পর।

এই সংসারে বয়স হইলে
দাম থাকেনা আর,
তাইতো দেখি বৃদ্ধাশ্রমে
জায়গা মা বাবার।

মায়ের দ্বারাই শিশু থেকে
জীবন পেয়ে ঋণ,
গাঙ্গ পেরিয়ে মাঝি বোকা
বলো তা হারদিন।

বাপ মরিলো বছর গেলো
গেলো কত দিন,
দোয়ার সময় হয়না কারো-
সবার দিন রঙিন।

চিনি বিবিরা সারা জনম
কষ্ট নিজেরা করে,
বৃদ্ধ বয়সে ফল না পেয়েও-
দোয়া করে অকাতরে।

শত কষ্ট করে যারা
বড় মোদের করে,
সময় মতো তাঁদের পাশে
থাকতে মোদের হবে।

সহজ কথা না বুঝিলে
একটা সময় পরে,
আপসোস আর চোখের পানি
ফেলবে এসব ভেবে।



(আমার দাদিকে উৎসর্গ করলাম কবিতাটা।আর আশা করি ছেলে মেয়েরা তাদের মা বাবাকে ভালবাসবে।বৃদ্ধ বয়সে সন্তান হলো মা বাবার সম্বল।)