"""***😴😴***"""💭💭💭😴😴😴**"""
পৃথিবীতে বাজিছে যে আজ সর্বত্র উপেক্ষার ঘণ্টা,
মানব জীবনে একটু প্রাপ্তির জন্য কাঁদে এই মনটা।
সমাজে উঁচু শ্রেণী সুখে থাকে অট্টালিকার মাঝে,
গরীবের হৃদয়ে রোজ দুঃখের বিষাদ বীণ বাজে।
ধনী গরীব কে আর জ্ঞানী মূর্খ্য কে করে যায় উপেক্ষা,
শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ তাতে ও চলিতেছে উপেক্ষা।
পথের ধারে পথ শিশু দেখি অনাদরে পড়ে থাকে,
শিশু অধিকার তাকে আড়চোখেতে চেয়ে চেয়ে দেখে।
ভালোবেসে প্রিয়জন করে যে কেবলই অবহেলা,
তাই হৃদয় ভাঙ্গার শব্দ শুনতে পাই সারাবেলা !
উপেক্ষার বিষাক্ত ছোঁয়ায় হয় হৃদয়ে রক্ত ক্ষরণ,
নীরবে আর নীভৃতে হয় যে মানবের মরণ!
বয়োজ্যেষ্ঠগণ আজ সর্বত্র অনাদরেতে রয়,
বিভেকবান সবাই এটা কেমন করে যে সয়?
বর্তমানের চাকচিক্যে অতীত যে বিবর্ণ হয়ে যায়,
ভবিষ্যত স্বপ্নে সেই বর্তামান যায় উপেক্ষায় !
দারিদ্র্যতার দুষ্ট চক্রে মানবতা পায় যে উপেক্ষা,
আমরা সবে মানবতা ফিরে পেতে করি যে অপেক্ষা।
উপেক্ষার যাতাকলে পড়ে মোরা করি কী অপেক্ষা?
উপেক্ষার অবসান হবে এই করি যে প্রার্থনা!
"""××××"""""××××××""""×××××"""""××××""""