তুমি হীন আমি কেবলই শূন্যতা,
তুমি হীন আমি কেবলই অপূর্ণতা।
তুমি হীন আমি যেন এক বিষন্নতা,
তুমি হীন আমি যেন এক স্থবিরতা।
তুমি হীন আমি যেন পুষ্পপত্র ছাড়া বসন্তের কান্নার নোনা জল,
তুমি হীন আমি যেন মুক্ত পাখির বন্ধী খাঁচায় হৃদয় বিদায়ক চিৎকার।
তুমি হীন আমি যেন পুষ্পপত্র হীন ভ্রমরের আর্তনাদ।
তুমি হীন আমি যেন তান্ডবময় ঝড়ের দমকা হাওয়ারই বয়ে চলা,
তুমি হীন আমি যেন লক্ষ্যহীন ছুটে চলা,
তুমি হীন আমি বর্তমান ছেড়ে ততীতেই বয়ে চলা।
তুমি হীন আমি প্রিও রংহীন স্বপ্ন ধারা,
তুমি হীন আমি প্রিও খরস্রোতা নদীর প্রবাহ ধারা।
তুমি হীন আমি প্রিও মন থেকেই ভেঙ্গে পড়া,
তুমি হীন আমি প্রিও বড়ই ছন্নছাড়া।
তুমি হীন আমি শুধুই ভালো লাগা নয় ভালোবাসা,
তুমি হীন আমি কেবলই বেঁচে থাকা নয় সুখে থাকা।
তুমি হীন আমি কেবলই স্বপ্ন নয় বাস্তবতা,
তুমি হীন আমি বেঁচে থাকার ই এক ব্যস্ততা।
তুমি হীন আমি যেন গতিহীন নৌকার পাল,
তুমি হীন আমি যেন ভেঙ্গে পড়া শুকনো ডাল।
তুমি হীন আমি যেন দাবদাহময় গ্রীষ্ম কাল,
তুমি হীন আমি যেন পাখির কলরব হীন নির্জীব সকাল।
তুমি হীন আমি যেন শতব্যাথা নিয়েও কূলে আশ্রেপড়া ঢেউ,
তুমি হীন আমি যেন অপরিচিত অন্যকেউ।
তুমিহীন আমি যেন কেবলই ভাবুক,
তুমি হীন আমি যেন কেবল তোমাতেই উন্মুখ।
তুমি হীন আমি পথ খুঁজতে গিয়ে দিশেহারা এক পথিক,
তুমি হীন আমি আজ সব কিছুতেই যেন হয়েছি ধিক ধিক্ ধিক্ ।
তুমি হীন আমি প্রিও খুবই সীমিত,
তুমি হীন আমি প্রিও আজ বড়ই ক্লান্ত আর পরিশ্রান্ত।