মায়ার পৃথিবীতে যে,কত হাসি মোরা হেসে যাই,
সবার মাঝে তোমার,হাসিটি  যে সেরা ভাবে পাই।

তুমি হাসলে মনে হয়,যেন হাসিতেছে এ ভুবন,
থাকুক যত দুঃখ তা,ভুলে সুখে করি বিচরণ।

তোমারে ভেবেই বয়ে,যায় বেলা করি সবে হেলা,
তোমার হাসিতে হেসেছি,আমি করেছি যে কত খেলা।

হাজারো কষ্টে হেসেছ,তুমি দিয়েছ কত সাহস,
তুমি বলিতে যে মোরে,হাসি বিহনে কেমনে থাকস।

তোমার হাসিতে দূর,হয়েছিলো সব অবসাদ ,
গড়েছিলা হৃদয়েতে,এ জীবনে সমৃদ্ধির প্রাসাদ।

পেটের খোরাক মিটে,ভোগে মনের খোরাক সাহিত‍্যে,
আত্মার খোরাক মিটে,তোমার ঐ যে মিষ্টি হাসিতে।


হাসির মাঝে খুঁজিতে,তুমি বাঁচিবার সব শক্তি,
তাইতো সকলের ছিলো,তোমার প্রতি অসীম ভক্তি।

বেলা শেষে মোর প্রপ্তি,আজ  কেবলই হাসিটাই রয়,
তাইতো জীবনেতে এতো,ক্লান্তি এতো অবসাদ সয়।

জীবন যেথায় আর,চলার রসদ নাহি পায়,
মিষ্টি হাসি যে  হৃদয়,থেকে ওরে উঁকি দিয়ে চায়।


জীবন গাড়ি চলতে ই,থাকে ভয় নাহি আর থাকে,
মিষ্টি হাসি সবার ই,মুখে ধরেই যে সবাই রাখে।।