স্মৃতির পাতায় জমা আছে মোর হাজারো স্মৃতি,
যা কালের বিবর্তনে আর সময়ের স্রোতে হয়েছে বড়ই বিস্মৃতি।

জীবন খাতায় স্মৃতিগুলো ছেয়ে আছে পাতায় পাতায়,
ঢেকেগেছে মোর সোনালী স্মৃতিগুলো বিবর্ণতায় আর দূসরতায়।

সেই স্মৃতির পাতায় প্রতিটি লাইনে হয়ে আছে বন্ধী,
সোনালী স্মৃতি যেগুলো এক সময় হয়েছিলো মোর প্রিও সঙ্গী।

বর্তমান তাকে জানেনা,চেনেনা আর স্বীকারও করেনা কেননা,
সে যে আজ কেবলই মলিন,জীর্ণ-শীর্ণ,রুদ্র আর বিমূর্ত অতীত।

কিছু স্মৃতি নবীণ, কিছুইবা প্রবীণ,
কিছু স্মৃতি বাজিয়ে যায় হৃদয়ে বিষাদের বীণ।

কিছু স্মৃতি ডানা ভাঙ্গা,কিছুইবা ডানা হারা,
কিছু স্মৃতি সোনালী ডানায় উড়ন্ত,জীবন্ত,প্রাণবন্ত।

কিছু স্মৃতি মোরে হাসায় আর কিছুইবা মোরে ভাসায়,
হ‍্যাঁ, কিছু স্মৃতি মোরে  ভাসায় গভীর ভাবনায়।

কিছু স্মৃতি মোরে  জীবনকে জানায় আর চেনায়,
কিছু স্মৃতি মোরে প্রতিনিয়ত শেখায়।

কিছু স্মৃতি মোরে প্রিও জনে ভালোবাসতে শেখায়,
কিছু স্মৃতি মোরে মানবে ভালোবাসতে শেখায়।

কিছু স্মৃতি মোরে বাঁচতে শেখায়,
কিছু স্মৃতি মোরে স্বপ্ন দেখতে শেখায়।

কিছু স্মৃতি উঁকি দেয় মনের জানালায় হৃদয়ের আঙ্গিনায়,
কিছুইবা মলিন হয়ে ডুবে  যায় সময়ের নিষ্ঠুর স্রোত ধারায়।

তবে বেলা শেষে মোর সব স্মৃতি ই স্বেচ্ছায়  সঙ্গী হয়ে রয়ে যায়,
জীবন খাতার স্মৃতির পাতায়।
-------------×××××××-----×××××××----------