"""""""😢💥😢""""""😢💥😢""""""
ভূষণ পেয়ে সবাই /করে যে শোষণ,
শোষণের কবলে এই / ধরিত্রীর বুকে নামে/
এতোই দূষণ।
ছড়িয়েছে পৃথিবীতে/শোষকের শোষণের/
ঐ যে কালো থাবা,
তাইতো শোষিত ঐ কায়া/ হয়েছে যে বোবা।
শোষণ নলে প্রবাহিত / মোদের রক্তের ধারা,
শোষণ নলে শোষিত / আমরা সবাই হতভাগা/
বড় দিশেহারা।
শোষিত আমাদের এ/ দেশ, প্রাণ ও সুশীল/ সমাজ,
শোষণের যাতাকলে / পৃথিবী আজ বড়ই / নিস্তেজ।
শোষক যে শুষে যায়/ রক্ত শোষা হয়ে,
শোষিত প্রাণী জীবনটা/ দেয় সেই শোষণের ভয়ে।
বিত্তবান্ বিত্তহীনে / শোষণ করে যে ধরে/
শোষণ নলেতে,
শোষক তাই শোষণ/ করতে সে চলে নানান /
ছলে ও কৌশলে।
শোষক যখন শুষে / নাহি কিছু ভাবে,
শোষণের মাঝে শান্তি / তাই যে সে শুষে।
শোষণের কবলে আজ / শোষিত এই সমাজ।
সমাজতত্ত্ব শোষিত যে / ধনতত্ত্বের নলে,
মানবতা হারিয়েছে/ গভীর অতলে।
শোষকের থাকে তার /শোষণের জন্য বহু/
দূষিত নল,
শোষিত সবাই এক /হয়ে বন্ধ করবো তার/
সব বাজে নল।
মন থেকে আজ সকল/ প্রাণের একটা প্রার্থনা/
দূর হোক শোষণের / ঐ সকল কালো থাবা/ মানবতা আর শোষিত/ প্রাণ, দেশ,সমাজ /
পাক অভ্যর্থনা।
"""""""💥💥💥💥""""""💥💥💥💥""""""