💥🎆💥🎆💥🎆💥🎆💥🎆💥🎆💥🎆💥

শীত সকালে প্রকৃতি থাকে কুয়াশার চাদরে,
শীত সকালে মায়ের বুকে শিশু থাকে পরম আদরে।
শীত সকালে গাছিরা যায় খেজুর গাছের তলে,
শীত সকালে খেজুর  রস হাড়িতে থাকে টলটলে।

শীত সকালে শীতল হাওয়া গায়ে লাগে কনকনে,
শীত সকালে মিষ্টি রোদের চাওয়া হয় যে ক্ষণে ক্ষণে।
শীত সকালে রোদে বসে ভাত খেতে খুব মজা,
শীত সকালে পানিতে ভেজা তা যে ভীষণ সাজা।

শীত সকালে প্রকৃতি থাকে ঘন কুয়াশায় সিক্ত,
শীত সকালে কনকনে শীতে আমরা থাকি বিরক্ত।
শীত সকালে হাড়ির রসে গাছির মুখে হাসি,
শীত সকালে রস খেতে খুবই ভালোবাসি।

শীত সকালে মায়েরা সব চুলায় দেয় আগুন,
শীত সকালে এমন কাজে মনে জাগে ফাল্গুন।
শীত সকালে  কৃষক ভাই মাঠে দেয় যে হাল,
শীত সকালে রাখাল ছেলে ছাড়ে গরুর পাল।

শীত সকালে প্রবীণেরা থাকে ভীষণ ভয়ে,
শীত সকালে নবীনেরা সব যায় যে সয়ে।
শীত সকালে ঘাসের বুকে শিশির করে খেলা,
শীত সকালে ধীরে ধীরে বয়ে যায় যে ভেলা।

🏕🏕🏕******🏕🏕🏕*****🏕🏕🏕