জীবনে সাফ‍ল‍্য আসে/
            যদি থাকে উদ‍‍্যমী প্রয়াস,
ব‍্যর্থ জীবনে রাখিবে/
             তুমি প্রাণে সাফল‍্যের উচ্ছ্বাস।
ব‍্যর্থতার পরে ঘুরে/
            দাঁড়ানো হয় যদি অভ‍্যাস,
তাহলেই পাবে তুমি/
             জীবনে সাফল‍্যের আভাস।
দেখিবে তুমি জীবনকে/
             কীভাবে ব‍্যর্থতা করে গ্রাস,
প্রয়াসের মাধ‍্যমে এই/
             ব‍্যর্থতার হয় যে বিনাশ।
রহিবেনা পড়ে অন্ধ/
             বিশ্বাসে জীবনে আয়োজনে,
প্রয়াসহীন থাকিলে যে/
             কিছুই পাবেনা প্রয়োজনে!
যখনই তুমি ব‍্যর্থ হইবে/
             হারাইবে যে লোকের বিশ্বাস,
তারাই আবার তোমার/
             সাফল‍্যে বলিবে যে সাবাস।
ব‍্যর্থতার পরেই যদি/
             হয়ে পড় তুমি প্রয়াসহীন,
কী করে ওগো মিটাইবে/
            তুমি জীবনে মানব ঋণ?
জীবনে যদি পেতে চাও/
             তুমি সাফল‍্যের সুবাতাস,
নিরলসভাবে করে যাও/
             তোমার ঐ উদ‍‍্যমী প্রয়াস।