ওরে পেয়ারা তুই,
যে বড়ই বেয়ারা,
তোর মিষ্টি চেহারা,
তোকে দেই পাহারা।
যখন পায় খিদে,
সবাই তোকে ছিঁড়ে ।
আমাদের এ খিদে ,
তোকে খেয়েই মিটে।
বয়স তোর বাড়ে,
গাছের ঐ যে ডালে,
তোকে খেতে সকলে,
দারুণ হৈ ছৈ পেলে।
বাজারে তে আসিস,
চড়া দামে চলিস,
তোর পুষ্টির গুণ,
যে সকলকে বলিস।
কাঁচা তুই থাকিস,
সময়েই পাকিস,
সর্বদা ই তুই যে,
মিষ্টি করে হাসিস।
তোকে খাই আমরা,
লবণ লংকা দিয়ে,
খুবই মজা করে,
দাঁত দিয়ে চিবিয়ে!
বৃষ্টির দিনে রসে,
যে থাকিস রসালো,
চারিদিকে চড়াও,
তোর সবুজ আলো।
সত্যি বলছি তুই যে,
খুবই ভালো ফল,
আমাদের সাথেই,
তুই এবার চল্।