"""""✨✨✨✨""""""✨✨✨✨"""""
অসংখ‍্য মানুষ একত্রিত হয়ে ভাসায় সুখের ভেলা,
গণজমায়েত করে তারা এরই নাম দেয় মেলা।
মেলাতে আছে মুড়ি মুড়কি আরো কত কিছু,
ঐ সব কিছু স্মৃতি হয়ে থাকে পিঁছু পিঁছু।

মেলাতে থাকে দৃষ্টিনন্দন বাহারি জিনিস,
সকলে ঐ সকল জিনিস কিনে করে দেয় পিনিস।
মৃৎ শিল্পের কারুকাজ নিয়ে কুমোর আসে মেলাতে,
এইসব কারুকাজ হয় যে নরম মাটির ডেলাতে।

মেলায় থাকে ঘূর্ণায়মান নাগরদোলা যা চলে সারাবেলা,
ছোটরা যে তা দেখেই হয়ে থাকে বড়ই আলা ভোলা।
মেলায় থাকে ছোট ছোট নানান রঙ্গের খেলনা,
শিশুরা সেসকল খেলনা কিনতে করে যে বায়না।
বড়রা শিশুদের এতো এতো বায়না পূরণ করতে চায়না,
শিশুরাও বাড়ি ফিরেনা  পূরণ না করে তাদের বায়না।

মেলার বাহারি জিনিস কিনে শিশুরা হয় খুশি,
এমন খুশিতে শিশুদের মুখেতে ফুটেযেহাসি রাশি রাশি!
এইভাবে দেখিতে দেখিতে আনন্দ মেলা,
চোট-বড় সকলের কেটে যায় সারাবেলা!
  
      🎆🎆✨✨✨🎆🎆✨✨🎆🎆