বিকশিত সৌরভে তোমার ঐ ছড়ানো মায়া জাল,
মোর একাকীত্ব আর ছন্নছাড়া জীবনে ধরেনি কোন হাল!
একদিন দেখিয়েছিলে পৃথিবীতে সুন্দরের আভা,
আজি  সে সুন্দরের মাঝে বসাইলে তুমি কালো থাবা!

কুয়াশার উত্তরীয় তলে থাকে যে প্রকৃতি ঢাকা,
উত্তরীয় গায়ে  মেঠো পথ চলে যায় আঁকাবাঁকা।
সূর্যের উত্তাপে ধীরে ধীরে জ্বরে যায় ঐ কুয়াশা,
সূর্যের  উত্তাপে কুয়াশা হীন প্রকৃতি হয় যে  ফাঁকা।

তোমার ঐ মায়া জালে বন্ধী হয়ে আমি হতভাগা,
দেখিলাম জীবনে কত যে দুর্যোগের ঘনঘটা।
তুমি মায়াতে করেছিলে দু চোখে  স্বপ্নের বিস্তৃতি,
আজি টানিলে তুমি আপন খেয়ালে তারই ইতি!

তোমার মায়াজালের তলে ছিলাম আমি  আবৃত,
কত স্বপ্নই না দেখেছি হয়ে তোমাতে উজ্জীবিত।
চরম  বাস্তবতায়  তুমি ছিলে যে সম্পূর্ণ  ভীত,
বেলা শেষে হারালাম যত সুখ ছিল পুঞ্জীভূত!

ঘোরের মাঝে মোর এই জীবনে  ছিলো সবই বেহাল,
কাটিল ঘোর যখন ছিড়িল ছড়ানো  মায়া জাল!