""""******"""""×××××"""""""""*****"""
মায়াজালে জরালে মোরে /কে তুমি ওগো মায়াবতী?
তোমারই আগমনেতে /রচিয়াছি যে নব জীবনী!
দেখিতে দেখিতে বেলা/ বয়ে যায় হৃদমাঝেতে চাহিয়া,
তোমার মায়ায় ডুবি / আমি রহি সবকিছু ভুলিয়া।
পূর্ণিমার আলো যেন / তোমার মায়ায় অতি তুচ্ছ,
ও প্রিয় তুমি যেন মোর / বসন্তের গোলাপের গুচ্ছ।
মোর তন্দ্রাহীন আঁখি / তোমার মাঝে নেয় যে ঘুম,
পৃথিবীতে পড়ে যাক / যতই বিষণ্ণতার ধুম!
বসন্ত বন্দনায় তুমি / হয়ে থাকো যে অমরাবতী,
তোমা বন্দনায় লোকে / লোকে কহি তুমি রূপবতী।
হরণ করেছো মোর / মন প্রিয় তোমার মায়ায়,
মুগ্ধ হয়ে সব সুন্দর /পাই যে আমি তোমারই
কায়ায়।
তোমার ঐ ঘনকৃষ্ণ / কেশে যেন নিশি করে বাস,
তোমার ঐ চোখে যেন / রঙ্গিন স্বপ্নের বসবাস।
তোমাই খুঁজি অহর্নিশি / সর্বখানে আমার জীবনে,
বাহিরেতে দেখিতে পাই / ভিতরে থাকো
সঙ্গোপনে তে।
কি গো তোমার এমনো / রূপের জাদু ও রূপবতী ?
জানিবার এই স্বাদ কি/ কখনও মিটিবে মায়াবতী।
××××××*******সমাপ্ত*******××××××