পিচ ডালা এই রাস্তাতে,গাড়ি চলে আজি,
         কোথায় পাবো তোমায়, ওগো নায়ের মাঝি।
ছোট বড় নদী ছিল, এই বাংলার বুকে,
           আজ আমরা তা হারিয়ে, কাঁদি ধুঁকে ধুঁকে!
নগরায়নের মাঝে, বিলীন যে নদী,
          নৌকো ও মাঝি ভাইকে, আমরা সবে খুঁজি।
মাঝির তরী ছোট যে, উঠে যাত্রী কম,
           এমন তরী বাইতে যে, ছুটে যায় ঘাম!
মাঝি তরী বাইতে থাকে, যে সারাটি বেলা,
          বেলা শেষে তাঁর  ঘরে, সুখ করে খেলা!
অর্ধাহারে অনাহারে, দিন চলে যায়,
          মাঝির ভাগ‍্যে যা মিলে , তাই মাঝি খায়।
ঝড় বাদলে মাঝি যে, ভয় নাহি পায়,
            ঢেউ ভেঙ্গে মাঝি শুধু,তরী বেয়ে যায়।
নায়ের মাঝি ঘাটের, মাঝি আমরাই সাজি,
      নৌকা বেয়ে জীবন কাটবে,এতেই মাঝি রাজি।
মাঝির কন্ঠেতে গান, গানে থাকে সুর,
                মাঝি ভাই নৌকা বেয়ে, যায় বহু দূর।